নিজস্ব সংবাদদাতা ॥ প্রতিটি পরিবারে আলোকিত মানুষ চাই-শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন অনুভব বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় বৈদিক মঠ আশ্রমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা কমিটির সভাপতি মনোজ কুমার গোমস্তা। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা কমিটির সভাপতি স্বপন কুমার বেপারী। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও অনুভবের বরিশাল জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক বিপুল বিহারী হালদার, এ্যাডভোকেট বাসব বরাল, মহানগর কমিটির সহ-সভাপতি নিরাঞ্জন মিস্ত্রি, সাংবাদিক প্রেমানন্দ ঘরামী, মোনাসেফ মানুম প্রমুখ। শেষে শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরন বিতরণ করা হয়।