নিজস্ব সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বেকার যুবক-যুবতীদের স্বালম্বী করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ১৪ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গত কাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দক্ষিণ চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাশ রুমে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার খাঁন মোঃ মনিরুজ্জাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর,বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির সাবেক চেয়াম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির,উপজেল যুবলীগ নেতা আশিকুর রহমান রতন । বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রচেষ্টার নির্বাহী পরিচালক মোঃ সাঈদ বীন ভুঁইয়া পান্নু, উপজেলা যুব উন্নয়ন ক্রেডিট সুপারভাইজার মোঃ শহিদুল ইসলাম সেরনিয়াবাত প্রমূখ। পরে প্রশিক্ষনে অংশ গ্রহনকারী ওই এলাকার ৪০ জন বেকার যুবক-যুবতীদের মাঝে সনদ বিতরন করা হয়।