নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদীর গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসায় শিক্ষকদের নিয়ে দুর্নীতি বিরোধী পরামর্শ কাউন্সিলও শিক্ষার্থীদের নিয়ে সততা গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.এসএম আঃ রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন। বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম সবুজ, মাদ্রাসা শিক্ষক আঃ মালেক, মোঃ ফারুক হোসেন, মোঃ মোফাজ্জেল হোসেন ও শিক্ষার্থী মোক্তাবির। শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ নেন।