আগৈলঝাড়ায় এক গৃহবধূর সম্ভ্রমহানী

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূর সম্ভ্রামহানী করেছে এক লম্পট। পুলিশ জবানবন্দি গ্রহণ করলেও আইনগত কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। শালিসের নামে চলছে প্রহসন। সম্ভ্রামহানীর শিকার গৃহবধু হালিমা বেগম জানান, আড়াই বছর পূর্বে তার সাথে দিনমজুর আমিনুর বাহাদুরের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁত্রিশিরা গ্রামে বসবাস করে আসছে। গত শুক্রবার বেলা সোয়া এগারোটার দিকে পার্শ্ববর্তী বাড়িতে রোজ করা দুধ আসতে গেলে আবুল বাশার বাহাদুরের লম্পট ছেলে আমিনুল বাহাদুর হালিমার সম্ভ্রমহানী ঘটায়। হালিমা স্বামী ও তার আত্মীয়দের কাছে ঘটনা খুলে বললে তারা স্থানীয়দের কাছে জানালে স্থানীয় মাতুব্বররা ঘটনাটি চেঁপে যেয়ে তারা শালিশ ব্যবস্থা করে দেবেন বলে জানান। এর পূর্বেও আমিনুলের বিরুদ্ধে স্কুল কলেজগামী ছাত্রীদের যৌন নির্যাতন ও এলাকায় একাধিক শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। হালিমার পরিবার বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েছেন। খবর পেয়ে গতকাল সকালে পুলিশের উপ-পরিদর্শক এসআই আক্কাস আলী হালিমার জবানবন্দি গ্রহণ করলেও আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করেননি বলে জানাগেছে। উপ-পরিদর্শক আক্কাস আলী জানান, হালিমা অভিযোগ না দেয়ায় তিনি আইনগত ব্যবস্থা নিতে পারেননি।