স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা পড়ার মানউন্নয়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপেিত্ব অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আনোয়ারুল হক নীরু, রফিকুল ইসলাম, স্বপ্না আক্তার, শামছুন নাহার, জেসমিন আক্তার, মাসুম মিয়া, মা সালমা বেগম, শিল্পী রানী, পারভিন আক্তার প্রমূখ।