স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকারের আমলে কোন কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয়নি। চার দলীয় জোট সরকারের আমলে সারের জন্য বহু কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। আজ শনিবার সকালে গৌরনদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেছেন।
গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চেীধুরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান। শেষে প্রধান অতিথি জনপ্রতি ১০ কেজি আউশ ধানের বীজ ও বিভিন্ন প্রকারের ৪০ কেজি করে সার ৮০ জন কৃষকদের মাঝে বিতরণ করেন।