স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদীতে আজ সকালে অনুষ্ঠিত হজ্ব কাফেলা ও হাজ্বী সম্মেলনের বক্তারা বলেছেন, ইসলামের নামে যেসব দল রয়েছে, তাদের শুধু নামটুকুই আছে। ইসলামের জন্য তারা কোনো কাজই করেনা। ওইসব সংগঠনের নেতৃবৃন্দরা মুখে বড় বড় বুলি ছাড়লেও আসলে তারা বিশেষ একটি দলকে রক্ষা করার জন্য দেশের মধ্যে অস্থিরতা শুরু করেছে। ইসলাম শান্তির ধর্ম; ইসলাম কখনো হরতাল, জ্বালাও পোড়াওকে সমর্থন করেনা। কিছু না জেনে ও বুঝে কাউকে নাস্তিক বলার পাপ কি ওইসব ইসলামী দলগুলো তা বোঝে না। একজন ভালো মানুষকে যে নাস্তিক বলবে, সে নিজেই একজন নাস্তিক হয়ে যাবে।
ফারুক ট্রাভেলস এন্ড ট্যুরস্-এর আয়োজনে সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ্ব হেমায়েত উদ্দিন আহম্মেদ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান, উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, গৌরনদী থানার ওসি আবুল কালাম, গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব আলহাজ্ব আব্দুল বাতেন নোমান। বক্তব্য রাখেন আলহাজ্ব খান সামচুল হক, আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী, আলহাজ্ব বখতিয়ার আহম্মেদ, আলহাজ্ব মুফতী আব্দুল হালিম, আলহাজ্ব কাজী শাহ আলম, আলহাজ্ব হারুন-অর রশিদ, জসিম উদ্দিন বয়াতী প্রমুখ। শেষে গৌরনদীর সাবেক হাজ্বীদের সমন্ময়ে হজ্ব কাফেলাদের প্রশিক্ষণ দেয়ার জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।