এনায়েত হোসেন মুন্না ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার দুপুরে বরিশালোর আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক লেলিম পাইকের ঘর ভেঙ্গে নিয়েছে ছাত্রলীগের কতিপয় নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রান্তা গ্রামের গনি হাওলাদারের কাছ থেকে একই গ্রামের মৃত আউয়াল হাওলাদারের স্ত্রী আমেরিকা প্রবাসী নুরজাহান বেগম ১৮ বছর পূর্বে ৃরাজিহার মৌজার ৪ একর ২২ শতাংশ একর জমি খরিদ করে ভোগ দখল করে আসছিল। রাজিহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক লেলিম পাইক ডিগ্রি মূলে ওই জমির ১একর ৬৮ শতাংশ দাবি করে গত ১০ বছর পূর্বে একটি দোচালা টিনের ঘর নির্মাণ করে। ওই ঘরে তার কেয়ার টেকার রাশেদ বসবাস করে আসছিল। সেই থেকে নুরজাহান বেগমের ওই জমির একাংশ নিয়ে বিএনপি নেতা সেলিম পাইকের সাথে বিরোধ চলে আসছিল। উপজেলা আওয়ামী লীাগের সাবেক যুগ্মআহ্বায়ক ছত্তার মোল¬া নুরজাহানের পক্ষ নিয়ে সেলিমের ঘর উচ্ছেদ ও জমি দখলের পাঁয়তারা করছিল। সেলিম পাইক জেলহাজতে থাকার সুযোগে আমেরিকা প্রবাসী নুরজাহান বেগম ও আওয়ামী লীগ নেতা ছত্তার মোল¬ার ভারাটিয়া বাহিনী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শহিদ তালুকদার, ছাত্রলীগ নেতা আরিফ তালুকদার, টিটু তালুকদারের নেতৃত্বে ছাত্রলীগের ১৫-২০ জন নেতাকর্মী সোমবার দুপুর ২টার দিকে রাজিহার গ্রামে হামলা চালায়। সেলিম পাইকের কেয়ার টেকার রাশেদকে হুমকি দিয়ে ঘর থেকে বের করে সম্পূর্ণ ঘরটি ভেঙ্গে নিয়ে যায় তার। এ সময় তারা ওই ভিটায় অনেক কলা গাছ রোপণ করে জমি দখল করে দেয় নুরজাহানকে।