নাসির উদ্দিন সৈকত ॥ বরিশাল পুরাতন পাবলিক লাইব্রেরী থেকে জামায়াত-শিবিরের ব্যবসায়ীক প্রতিষ্ঠান উচ্ছেদের দাবিতে সোমবার সকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের ছয়টি সংগঠন।
সকাল এগারোটায় জেলা প্রশাসক মোঃ শহিদুল আলমের কাছে এ স্মারকলিপি প্রদান করেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল, সেক্টর কমান্ডার্স ফোরাম, বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশন, ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা শেখ কুতুব উদ্দিন আহমেদ, প্রদীপ কুমার ঘোষ পুতুল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কে.এস মহিউদ্দিন মানিক-বীর প্রতীক, গ্র“প থিয়েটার ফেডারেশনের পক্ষে কাজল ঘোষ, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সম্পাদক শান্তি দাস, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের হাসান মাহামুদ বাবু, এহসান রাব্বি প্রমূখ।