স্টাফ রিপোর্টার ॥ আঠারো দলের টানা ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিনে আজ মঙ্গলবার দুপুরে বিশৃংখলা করার অভিযোগে বরিশালের গৌরনদী থানা পুলিশ দু’বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে। গৌরনদী থানার এসআই এনামুল হক জানান, দুপুর দুই টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বেজগাতি এলাকায় বিএনপির কর্মী আবু বক্কর প্যাদা ও রাজ্জাক প্যাদা বিশৃংখলা করছিলো। এসময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ৫১ ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।