প্রেমানন্দ ঘরামী ॥ সাভারের রানা প্লাজার একই ভবনের দুটি ফ্লাটে চাকুরি করতেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের দু’বোন। ভবন ধ্বসের পর আদুরের ছোট বোন হাফিজাকে খুঁজতে গিয়ে নিখোঁজ হয়েছেন বড় বোন ময়না বেগম (২৫)। ঘটনার তিনদিন পর গত ২৬ এপ্রিল হাফিজার লাশ উদ্ধার করা হলেও সন্ধ্যান মেলেনি ময়নার। স্ত্রী ময়নার সন্ধ্যান না পেয়ে স্বামী মনির বেপারী এখন পাগল প্রায়।
জানা গেছে, ভবন ধ্বসের ঘটনার পর পরই শেষবারের মতো এক সন্তানের জননী ময়না বেগম তার স্বামী গৈলা গ্রামের দিনমজুর মনির হোসেন বেপারীকে মোবাইল ফোনে বলেছিলেন, আমি কম বেশি আহত হয়েও প্রাণে বেঁচে আছি; তবে হাফিজার (ছোট বোন) কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছেনা। এরপর থেকেই ময়না নিখোঁজ রয়েছে। তার মোবাইল ফোনটিও বন্ধ।
খোঁজ মেলেনি যাদের ॥ বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের খেয়া নৌকার মাঝি হাবিবুর রহমান মোল্লার মেঝ পুত্র মামুন মোল্লা (২৩) রানা প্লাজার সপ্তম তলায় ও সেজ পুত্র সুজন মোল্লা (১৯) অস্টম তলার গার্মেন্টসে ফিনিশিং শাখার আয়রনম্যান হিসেবে কর্মরত ছিলো। ভবন ধ্বসের পর তারা দু’ভাই ভিতরে আটকা পরে। একদিন পর মামুন মোল্লাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও সুজনের কোন সন্ধান মেলেনি। একই উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামের দিনমজুর রিয়াজ উদ্দিনের স্ত্রী পপি বেগমও নিখোঁজ রয়েছেন। এছাড়াও বরিশালের টঙ্গীবাড়ি গ্রামের কাঠমিস্ত্রি হাকিম সিকদারের কন্যা নাজমা আক্তারের (১৯) ও গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের সোবাহান হাওলাদারের পুত্র জুয়েলের (২২) দুর্ঘটনার পর থেকে এখনও কোন সন্ধ্যান মেলেনি। নিখোঁজদের পরিবারে চলছে এখন শোকের মাতম।
দোয়া-মিলাদ ও প্রার্থনা ॥ রানা প্লাজা ধ্বসের ঘটনায় নিহতের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় আজ রবিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যোগে পরিষদ ভবনে বিশেষ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। একইদিন শ্রীধাম ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। শ্রী পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে প্রার্থনা সভায় মতুয়া মিশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন ॥ “নিরাপদ কর্মক্ষেত্র জীবন বাঁচায় উৎপাদন বাড়ায়”-শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার সকালে বরিশালে বিশ্ব নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা কর্মক্ষেত্রে উৎপাদন বাড়াতে সকল প্রকার নিরাপত্তা ও শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন, সাভারের রানা প্লাজাসহ সকল কারখানার দুর্ঘটনার নেপথ্যে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বাংলাদেশ ইনষ্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স)-এর আয়োজনে সকাল সাড়ে দশটায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (সদর রোডে) মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এম.জি ফারুক। বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট এ.কে আজাদ, মহানগর শ্রমিকলীগের সম্পাদক মোঃ হারুন-অর রশিদ. শ্রমিক দলের সভাপতি মাইনুল ইসলাম মানিক প্রমুখ।