স্টাফ রিপোর্টার ॥ অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে স্কুল পড়ুয়া এক কিশোরী কন্যার (১৫) বিয়ে পন্ড হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বরিশাল নগরীর কালীবাড়ি এলাকায়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সামাজিক ভাবে নগরীর জেলে বাড়িরপুল এলাকার খোকন শংকর দাসের স্কুল পড়–য়া কন্যার সাথে হাসপাতাল রোডের ঝাউতলা এলাকার বাসিন্দা ননী গোপাল ঘোষের পুত্রের সোমবার রাতে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বিয়ের দিন ধার্যছিলো। সে অনুযায়ী নগরীর কালীবাড়ি রোডের গাজী মিলনায়তনে বর ও কনের পক্ষের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছিলো। এসময় স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আশাকুর রহমান, স্থানীয় ২নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাডভোকেট এ.কে.এম মর্তুজা আবেদীন।
উপজেলা নির্বাহী অফিসার শামীম ফেরদৌস জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের পক্ষের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে। তিনি আরো জানান, কনে সদ্য এস.এস.সি পরীক্ষা শেষ করেছে। তার জন্মসনদ ও রেজিষ্ট্রেশন কার্ড অনুযায়ী বর্তমানে তার বয়স হচ্ছে ১৫ বছর।