সাহায্যের আবেদন : মেধাবী ছাত্র নিবির বোন ক্যান্সারে আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥  প্রিয় পাঠক, দশম শ্রেনীর মেধাবী ছাত্র নিবির সিকদারের জীবন প্রদীপ ক্রমেই নিরব হয়ে যাচ্ছে। মৃত্যু তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। প্রতিনিয়ত বাঁচার আকুতি জানিয়ে বিলাপ করছেন মেধাবী নিবির। তার আর্তনাতে পুরো এলাকার আকাশ বাতাস ক্রমেই ভাড়ি হয়ে উঠেছে। দূরারোগ্য ঘাতকব্যধি বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে অর্থাভাবে সে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। আপনাদের একটু সহযোগীতা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে বেঁচে যেতে পারে নিবিরের জীবন।

বরিশালের বানারীপাড়া ইনষ্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র নিবির। ইতোমধ্যে তার দিনমজুর পিতা মতিউর রহমান সিকদার পুত্রের চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্ভব খুঁইয়ে নিঃস্ব হয়ে গেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন দ্রুত ভারতের মাদ্রাজে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে নিবিরকে সুস্থ্য করা সম্ভব। কিন্তু এতে প্রচুর অর্থের প্রয়োজন। যা তার দিনমজুর পিতার পক্ষে যোগাড় করা অসম্ভব হয়ে পরেছে। তাই মেধাবী ছাত্র নিবিরের পরিবার সমাজের সহৃদয়-বিত্তবানদের কাছে সাহায্যের জন্য হাত পেতেছেন। সাহায্য পাঠাতে সরাসরি যোগাযোগ করুন-মোবাইল: ০১৯২২-৮৫৪৬৬৮, সাহায্য পাঠানোর ঠিকানা মতিউর রহমান, সঞ্চয়ী হিসাব নং ৮২৮৬, সোনালী ব্যাংক, বানারীপাড়া শাখা, বরিশাল।