মাহিলাড়ায় গ্রাম উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

হাসান মাহমুদ ॥  বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার ও ভীমেরপাড় গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে ছোট ছোট গ্রামীণ সড়ক, ব্রীজ, কালভার্ট নির্মান ও মেরামত, মাহিলাড়া হাট-বাজারসহ গ্রামীণ প্রধান প্রধান সড়কগুলোতে বৈদ্যুতিক বাতি স্থাপন, শতভাগ স্যানিটেশন ও গভীর নলকূপ স্থাপন, ইউপি ট্যাক্স আদায়ের লক্ষ্যে তিন বছর মেয়াদী গ্রাম উন্নয়ন কর্ম পরিকল্পনার এক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য কামাল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযেদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু। প্রধান অতিথি তার বক্তব্যে ইউনিয়ন পরিষদের ক্ষমতা-কার্যবলী ও জনগন কি কি সেবা ইউনিয়ন থেকে গ্রহন করবে সে ব্যাপারে গ্রামের সাধারণ জনগনকে সচেতন করেন। উম্মুক্ত সভায় ইউনিয়নে জন্য সরকারী- বেসরকারী বরাদ্দ সম্পর্কে জনগনের সম্মূখে উপস্থাপন করেন এবং উপস্থিত জনগনের কাছ থেকে উন্নয়ন মূলক প্রকল্প প্রস্তাব আকারে গ্রহন করেন। চেয়ারম্যান পিকলু তার বক্তব্যে জনসাধারনের কাছে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ কর্মের গঠনমূলক সমালোচনা করার জন্য অনুরোধ করেন। সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য চাঁনমনি দেওয়ান, রহিমা বেগম, জালাল সরদার, সুলতান ফকির, স্থানীয় সমাজ সেবক ঝন্টু গোমস্তা, যুবলীগ নেতা আমিনুল ইসলাম রিপন প্রমূখ। সভা পরিচালনা করেন ইউপি সচিব মাহাতাব হোসেন।