দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ এনায়েত হোসেন সিকদার (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার শহীদ সোহরাওয়ার্দি হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত ২ মে রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গত ৩ মে সকালে উপজেলার চরামদ্দি ইউনিয়নের মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।