স্টাফ রিপোর্টার ॥ বরিশালের উজিরপুর উপজেলার সাতলার রাজাপুর গ্রামের এক হিন্দু পরিবারের যুবতী কন্যার দুই মুসলিম স্বামী। স্বামীর দাবী নিয়ে এক যুবকের বাড়িতে গেলে পরিবারের লোকজন মেনে না নেয়ায় ঐ পরিবারের ৫জনকে আসামী করে নারী ও শিশু দমন আইনের ধারায় উজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ এক যুবককে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরণ করলে আদালত থেকে জেল হাজতে প্রেরণ করা হয়।
শিমু রানীর অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৩ অক্টোবর একই গ্রামের রফিক বেপারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে সে ঢাকায় পালিয়ে যায়। এক বছর ৬ মাস ঘর সংসার করে রফিক তাকে না বলে বাড়িতে চলে আসে। শিমু ঢাকা থেকে বাড়িতে এসে গত ১৫ এপ্রিল রফিকদের বাড়িতে গেলে তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করায় গত ২ মে বৃহস্পতিবার উজিরপুর থানায় রফিকসহ তার পরিবারের ৫জনকে আসামী করে মামলা দায়ের করলে রাতে অভিযান চালিয়ে রফিককে গ্রেফতার করে থানা পুলিশ।
এ ব্যাপারে রফিক জানান, তার সঙ্গে শিমুর সম্পর্ক ছিল। কিন্তু একই গ্রামের রুহুল আমিন গাজী শিমুকে কোর্টের মাধ্যমে মুসলমান বানিয়ে বিবাহ করেছে। সে তাকে বিয়ে করেনি তবে ঢাকায় একত্রে থেকেছে।