স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৬৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৫১৪ জন শিক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার দুপুর একটায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শাহ্ আলমগীর। তিনি জানান, এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলো ৬৩ হাজার ৯৭০ জন। এরমধ্যে ছাত্র ৩১ হাজার ৬৮৪ জন এবং ছাত্রী ছিলো ৩২ হাজার ২৮৬ জন। এদেরমধ্যে পাস করেছে ৬৩ হাজার ৫৭৬ জন। যারমধ্যে ছাত্র ৩১ হাজার ৫৪৪ জন। ছাত্রী পাস করেছে ৩২ হাজার ৩২ জন। এবার এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। গত বছর এ বোর্ডের পাশের হার ছিলো ৮৬.৬৭ ভাগ।