রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে গৌরনদীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রেমানন্দ ঘরামী ॥  কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষ্যে গৌরনদী উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান “রবীন্দ্র সন্ধ্যা”র আয়োজন করা হয়।

 
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর সদস্য ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার খান মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ কবির হোসেন, একাডেমীক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মানবাধিকার কর্মী তাজবিরুল মহসিন বাবুল, ওস্তাত বাবুল সোম। সাংস্কৃতিক সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্রভক্ত সংগীত ও নৃত্য শিল্পীরা সংগীত ও নৃত পরিবেশন করেন।