স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের সাবেক সদস্য, আওয়ামীলীগ নেতা ও গৌরনদী বন্দরের ইজারাদার আব্দুল হাকিম ফকিরের স্মরণ সভা আজ শুক্রবার বাদ জুমা বন্দর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতি, গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন হাওলাদার, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মনির মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, গৌরনদীর পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সাঈদ নান্টু, জামাল হোসেন বাচ্চু, জয়নাল আবেদীন খন্দকার প্রমুখ। স্মরণ সভায় সভাপতিত্ব করেন গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম হারুন মৃধা। শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।