স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলা ও পৌর জামায়াতের ৫ প্রভাবশালী নেতাকে গ্রেফতার করেছে।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে পৌর এলাকার চরগাধাতলী এলাকা থেকে উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জামায়াতের জেলা কর্মপরিষদের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, গৌরনদী বাসস্ট্যান্ড থেকে পৌর জামায়াতের সাবেক আমীর ও জামায়াতের জেলা কর্মপরিষদের সদস্য ধামুরা কলেজের শিক্ষক আলাউদ্দিন মিয়া, পশ্চিম শাওড়া এলাকা থেকে উপজেলা জামায়াতের সেক্রেটারী কলেজ শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, উত্তর বিজয়পুর এলাকা থেকে উপজেলা জামায়াতের রোকন টিপু চোকদার, আশোকাঠি এলাকা থেকে জামায়াতের রোকন সোহরাব সরদারকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, আগামীকাল রবিবার জামায়াতের ডাকা হরতালে নাশকতা সৃষ্টির জন্য গ্রেফতারকৃতরা বিভিন্ন এলাকায় গোপন বৈঠক অব্যাহত রেখেছিলো। এ খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ শনিবার সকালে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।