বরিশালে শতভাগ পাশের তালিকায় ১৪৩টি স্কুল

স্টাফ রিপোর্টার ॥  বরিশাল শিক্ষা বোর্ডে চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাশের তালিকায় স্থান করে নিয়েছে ১৪৩টি বিদ্যালয়। গত বছর এর সংখ্যা ছিলো ১২১টি।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগে এ বছর শতভাগ পাশ করা বিদ্যালয়ের সংখ্যা ২২টি বেড়েছে। সরকারের একমূখী শিক্ষা ব্যবস্থার সুফল হিসেবে পাশের হার সাম্প্রতিক সময়ে বেড়েছে বলেও সূত্রটি জানিয়েছেন। শিক্ষাবোর্ডের অধীনে শতভাগ পাশের তালিকায় স্থান করা বিদ্যালয়ের মধ্যে বরিশাল জেলায় ৫২টি, পটুয়াখালী জেলায় ২৮টি, বরগুনায় ১৩টি, ভোলায় ১১টি, পিরোজপুরে ৩২টি ও ঝালকাঠী জেলায় ৭টি বিদ্যালয় রয়েছে।

এ ব্যাপারে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার  বলেন, শতভাগ পাশ করার কৃতিত্ব ওই সকল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের। আগামীতে শতভাগ পাশকৃত বিদ্যালয়ের সংখ্যা আরো বাড়বে বলেও তিনি আশা করেন।