Menu Close

লাকী সেভেন মাহিলাড়া স্কুল

হাসান মাহমুদ ॥  এবারের এসএসসি পরীক্ষায় বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী জানান, বিজ্ঞান বিভাগ থেকে সালমা জাহান শাওন, খুকু মনি, শুভজিত দাস ও মোর্শেদ আকন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অমল মন্ডল, মিতালী হালদার এবং মানবিক শাখা থেকে স্বপ্নীল আহসান জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, এবারের এসএসসি পরীক্ষায় তাদের বিদ্যালয় থেকে ১৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১৬৬ জন মেধা তালিকায় পাশ করেছে। তাদের শতকরা পাশের হার ৯৫.৪০%।