আগৈলঝাড়ায় নিরাপদ পানি ও হাইজিন এ্যাডভোকেসি সভা

প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া ॥  বেসরকারী সংস্থা ব্র্যাক ওয়াশ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বরিশালের আগৈলঝাড়ায় নিরাপদ পানি ও হাইজিন কর্মসূচী এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার, উপজেলা আ’লীগের সভাপতি ইউসুফ হোসেন মোল্লা, ব্র্যাক বরিশাল আঞ্চলিক ব্যাবস্থাপক আঃ মালেক মিয়া, আঞ্চলিক ব্যাবস্থাপক  লুৎফুর কবির,  আগৈলঝাড়া ব্র্যাক ওয়াশ প্রকল্পের ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

সভায় উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও নারী নেত্রীরা। সভায় নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।