তিন দফা দাবি : বরিশাল নার্সিং কলেজ অবরোধ

স্টাফ রিপোর্টার ॥  বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার সকালে কলেজ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।

পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করেন।

বিক্ষুব্ধরা জানায়, চার বছর মেয়াদী বিএসসি-ইন-নার্সিং কোর্সের শেষে এক বছর মেয়াদী ইন্টার্নিশীপ চালু, মাসিক বৃত্তি সাড়ে ৮’শ টাকার পরিবর্তে তিন হাজার টাকায় উন্নীত ও ক্লিনিক্যাল প্রাকটিসের সময় নির্ধারিত ইউনিফরমের ওপর প্রোটেকটিভ ক্লথ হিসেবে এপ্রোন পড়ার অনুমতি দেয়ার দাবিতে তারা এ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন।

তাদের এ দাবি মেনে নেয়া না হলে কলেজ বন্ধ ঘোষণাসহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলেও বিক্ষুব্ধরা হুশিয়ারী উচ্চারন করেন।

শিক্ষার্থীদের দাবি ন্যায় সংগত মন্তব্য করে বরিশাল নার্সিং কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মিনতি মজুমদার বলেন, শিক্ষার্থীদের এ দাবির বিষয়ে সেবা পরিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি তারা এ দাবি মেনে নেবেন।