গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ছবির উদ্দিন সিকদার ও মন্দিরের সাধারন সম্পাদক বাবু দত্ত জানান, কুষ্টিয়া থেকে মুরগীর খাবার নিয়ে ট্রাক (ঢাকা মেট্টো-ড-১১-১৮৯৬) মঠবাড়িয়া যাওয়ার পথে গতকাল বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে মন্দির অতিক্রমকালে নিয়ন্ত্রন হারিয়ে সীমানাপ্রাচীর ভেঙ্গে মন্দিরে ঢুকে পরে। এতে ট্রাকের সম্মুখভাগ দুমরে মুচরে ট্রাক চালক ও হেলপার আহত হয়। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় সকাল পৌনে নয়টার সময় দুর্ঘটনা কবলিত ট্রাকটি অপসারন করে যানচলাচল স্বাভাবিক করে।