নাসির উদ্দিন সৈকত ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ব্রাহ্মনদিয়া গ্রামের চাঞ্চল্যকর নাদের আলী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনু মিয়াকে মঙ্গলবার রাতে ঢাকার কাফরুল থানার শাহআলী প্লাজা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাবুগঞ্জ থানার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই মোঃ রুস্তুম আলী গোপন সংবাদের ভিত্তিতে মনু মিয়াকে (৫২) গ্রেফতার করেন। আজ বুধবার বিকেলে গ্রেফতারকৃতকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
এস.আই মোঃ রুস্তুম আলী জানান, ১৯৯২ সনে ব্রাহ্মনদিয়া গ্রামের জনৈক নাদের আলী হাওলাদার খুন হন। ওই সময়ে দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি একই গ্রামের মনু মিয়াকে আদালতের বিচারক যাবজ্জীবন সাজাপ্রদান করেন। মামলার পর থেকেই মৃত গঞ্জের আলী মিয়ার পুত্র মনু মিয়া পলাতক ছিলো। দীর্ঘ ২১ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কাফরুল থানা পুলিশের সহযোগীতায় শাহআলী প্লাজা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনু মিযাকে গ্রেফতার করা হয়।