বরিশালে গভীর রাতে অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥  বরিশাল নগরীর চিহ্নিত সন্ত্রাসী মিহির সরকারের বসত ঘরে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপ গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

 
কোতয়ালী মডেল থানার ওসি মোঃ সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চিহ্নিত সন্ত্রাসী মিহির সরকারের বসত ঘরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।