স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি গ্রামের দুটি গৃহে দুর্ধর্ষ ডাকাতির আশিংক মালামালসহ ফরিদপুর থেকে আন্তঃজেলা ডাকাত দলের দু’সদস্যকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বরিশাল ডিবি পুলিশের এস.আই তাপস গুহ ও গৌরনদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ একদল ডাকাত গত ৬ মে গভীর রাতে গৌরনদী উপজেলার তাঁরাকুপি গ্রামের মাষ্টার ইউনুস বেপারী ও ব্যবসায়ী হোচেন বেপারীর গৃহের জানলার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে পরিবার দু’টির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও ৫টি মোবাইল ফোনসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। লুন্ঠিত একটি মোবাইল ফোনের কললিস্টের সূত্রধরে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ফরিদপুর জেলা সদর থেকে রুবেল মন্ডল (২৫), মধুখালী উপজেলার বকশীচাঁদপুর গ্রাম থেকে ছত্তার শেখকে (২৬) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতি হওয়া অন্য মালামাল উদ্ধারের ও বাকি ডাকাতদের গ্রেফতারের স্বার্থে বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আন্তঃজেলা ডাকাত দলের দু’সদস্যকে গতকাল বুধবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।