স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী বাসষ্টান্ডে আজ বৃহস্পতিবার সকালে ট্রাক চাঁপায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করে নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, কালকিনি উপজেলার ঠেঙ্গামারা গ্রামের পরেশ উল্লাহ সরদারের পুত্র ব্যবসায়ী জাহিদ সরদার (৩০) বৃহস্পতিবার সকালে আশোকাঠী বাসষ্টান্ডে পাকিং করে রাখা ট্রাকে ভাঙ্গারী মালামাল তুলছিলো। সকাল সাড়ে ৫টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী অপর একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ঙ-১৪-০২৭৯) পিছন দিক থেকে জাহিদকে চাঁপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।