প্রেমানন্দ ঘরামী ॥ বরিশালের গৌরনদীতে বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাদক বিক্রেতাকে ছয়মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এ রায় ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সকালে দন্ডপ্রাপ্তকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গৌরনদী থানার এস.আই সোলায়মন মাহামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে পৌর সদরের গৌরনদী বাসস্টান্ডের রিকসা ষ্টান্ড থেকে গাঁজা বিক্রেতা শামীম মোল্লা বাবুকে ৪৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার বাড়ি উপজেলার চরগাধাতলী গ্রামে। সে ওই গ্রামের মৃত হাতেম আলী মোল্লার পুত্র।