দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আ’লীগের এক নেতাসহ তিন জনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। মুর্মুর্ষ অবস্থায় আহতদের বুধবার রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা গেছে, উপজেলার নেয়ামতি ইউনিয়নের বিবিচিনি স্কুল মাঠে ফুটবল খেলা নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বুধবার বিকেলে বিবিচিনি গ্রামের রিঙ্কু সিকদার মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা আ’লীগ নেতা ও নেয়ামতি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আলমগীর মৃধাকে শালিস বৈঠকের কথা বলে ডেকে নেয়। সেমতে আলমগীর নেয়ামতি বাস স্টেশনে পৌঁছার পরই বিবিচিনি গ্রামের রিঙ্কু সিকদার, মিন্টু সিকদার, রঞ্জু ও সাইদুলসহ একদল সন্ত্রাসীরা অতর্কিত ভাবে হামলা চালিয়ে আলমগীর মৃধাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এরপূর্বে একইভাবে নেয়ামতি গ্রামের গোবিন্দ ও জয়ন্তকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও সেখান থেকে মুর্মুর্ষ অবস্থায় ওইদিন রাতেই আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি নুরল ইসলাম-পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।