বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের কারিকর বিড়ির শ্রমিক ইউনিয়নের উজিরপুর শাখার উদ্যোগে আজ শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বিড়ির ওপর থেকে ৬০.১৬% শুল্ক কর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সভায় জেলা কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতা মুক্তাল হোসেন মুক্তার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা দুলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, মনা দাস, কালাম হাওলাদার, ফারুক বিশ্বাস, রফিক মোল্লা, মাহাবুব হোসেন প্রমুখ।
এরপূর্বে গত বৃহস্পতিবার সকালে বিড়িশিল্পর ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবিতে বরিশালে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিড়ি শ্রমিক ফেডারেশন। কারিকর বিড়ির প্রায় পাচঁ শতাধিক শ্রমিকেরা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেন। পরে ওইদিন দুপুরে বিড়ি শ্রমিকেরা বিড়ির ওপর থেকে অতিরিক্ত শুল্ক কর প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম, জেলা সভাপতি প্রণব চন্দ্র দেবনাথ, সাধারন সম্পাদক আব্দুল হালিম প্রমুখ। নেতৃবৃন্দরা জরুরি ভিত্তিতে তাদের এ দাবি পুরণ করা না হলে আমরন অনশন কর্মসূচী পালন করার কথাও জানিয়েছেন।