আর্কাইভ

বরিশালে গৃহবধুর লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি ॥  বরিশাল নগরীর লাখোটিয়া সড়কের আবেদ খানের মাজার সংলগ্ন ডোবা থেকে সাথী আক্তার (২২) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে আটটায় দিকে এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

নগরীর বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শহিদুল্লাহ জানান, সকালে স্থানীয়রা কচুরিপানার মধ্যে মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গৃহবধূ সাথীকে হত্যা করে লাশ গুমের জন্য এখানে ফেলে রাখা হয়েছে। ওসি আরো জানায়, গত বৃহস্পতিবার রাতে সাথী তার কর্মস্থল বিসিক সু কারখানা থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শুক্রবার সকালে থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছিলো।

আরও পড়ুন

Back to top button