স্টাফ রিপোর্টার ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার তাঁরাকুপি নামক এলাকায় বুধবার রাতে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঢাকাগামী যাত্রীবাহি মেঘনা পরিবহনের সাথে বরিশালগামী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে বাস ও ট্রাকের চালকসহ বাসের ১০ জন যাত্রী আহত হয়। এরমধ্যে বাস চালক মোঃ সুমন (৩৭), ট্রাক চালক রফিক মিয়ার (৩৮) অবস্থা আশংকাজনক।