স্টাফ রিপোর্টার ॥ মৎস্য সপ্তাহ ২০১৩ উপলক্ষ্যে গৌরনদী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মৎস্য সেক্টরের সাফল্য নিয়ে আজ বৃহস্পতিবার সকালে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ্বাসের সভাপতি্েত্ব অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সহসভাপতি মোঃ নাসির উদ্দিন, সাবেক সম্পাদক মোঃ আহসান উল্লাহ, আলোকিত সময়ের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, বার্তা সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, মফস্বল বার্তা সম্পাদক আমিন মোল্লা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম.আলম, সাবেক কোষাধ্যক্ষ এস.এম জুলফিকার, প্রচার সম্পাদক উত্তম দাস, সদস্য বদরুজ্জামান খান সবুজ প্রমূখ।