গৌরনদী

গৌরনদীতে ভোক্তা অধিকার দিবস পালিত

“মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালের গৌরনদীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভায় নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার পলাশ সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, ভোলা সাহা, আনিছুর রহমান, কাজী আল আমীন, সজল ঘোষসহ অন্যান্যরা।

আরও পড়ুন

Back to top button