বিএম বেলাল, গৌরনদী:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের বরিশালে আগমন উপলক্ষে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার যৌথ উদ্যোগে এক পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভার মূল আকর্ষণ
রবিবার বাদ এশা অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা আমীর মাওলানা মো. আল-আমীন। সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথিদের বক্তব্য
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন শিকদার। সভার সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মো. রুহুল আমীন সবুজ।
বক্তৃতায় অংশ নেন:
- হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান (বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি)
- অধ্যাপক মো. আলাউদ্দিন মিয়া (আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমীর)
- মাওলানা জাকির হোসেন (গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর)
- মো. বায়েজিদ হোসেন শরীফ (গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারি)
- হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান (পৌর জামায়াতের আমীর)
- অধ্যাপক আজিজুর রহমান (পৌর জামায়াতের সেক্রেটারি)
উপস্থিতি:
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ কর্মীদেরও ব্যাপক উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সভায় আলোচনা:
সভায় দলীয় নীতি, আদর্শ, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কেন্দ্রীয় আমীরের বক্তব্যে জাতির জন্য জামায়াতের চলমান কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরা হয়।
এই সমাবেশ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।