Menu Close

শিশু সাফওয়ানের রক্তাক্ত লাশ উদ্ধার: গ্রেপ্তার ২

Safwan hosnabad 16 01 2025

বরিশালের গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামে দাদা বাড়িতে বেড়াতে এসে নিখোঁজের একদিন পর, বৃহস্পতিবার ভোরে স্থানীয় একটি জমি থেকে পাঁচ বছরের শিশু সাফওয়ানের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় ইউপি সদস্যসহ দু’জনকে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণ:
বুধবার দুপুরে স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাফওয়ান, যিনি মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে। পরিবারের পক্ষ থেকে রাতেই গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

পরদিন ভোরে স্থানীয়রা মান্না বেপারীর বিল্ডিংয়ের পেছনের একটি জমিতে সাফওয়ানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশের পদক্ষেপ ও গ্রেপ্তার:
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে লোকমান চৌধুরীর ছেলে রুমান চৌধুরী ও সরিকল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক চৌধুরীকে।

তল্লাশি চালিয়ে লোকমান চৌধুরীর বসতবাড়ি থেকে হত্যার বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত চলছে।

জমিজমা বিরোধ ও হত্যার অভিযোগ:
নিহত শিশুর পরিবার জানায়, জমির সীমানা নিয়ে লোকমান চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের অভিযোগ, রুমান চৌধুরী ও ইউপি সদস্য মোজাম্মেল হক চৌধুরী পরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করেছে।

এলাকার পরিস্থিতি:
শিশুটির মরদেহ উদ্ধারের পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উত্তেজিত এলাকাবাসী আটককৃতদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। সেনা ও র‌্যাবের সহায়তায় আটক ইউপি সদস্য মোজাম্মেলকে থানায় আনা হয়েছে।

এলাকাবাসী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে দফায় দফায় বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পরবর্তী পদক্ষেপ:
এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে। শিশুটির করুণ মৃত্যু এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

সবার প্রার্থনা:

শিশু সাফওয়ানের অকাল মৃত্যুতে এলাকাবাসী এবং তার পরিবার শোকাহত। আমরা সাফওয়ানের জন্য মাগফিরাত কামনা করি এবং দোষীদের কঠোর শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানাই।

Related Posts