আগৈলঝাড়ায় বিষ খাইয়ে পিতাকে হত্যা ১৪ দিন পর ঘাতক পুত্র গ্রেফতার

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার নন্দি মামলার এজাহারের উদ্বৃতি দিয়ে জানান, থানার রাজিহার গ্রামের কৃষক সুভাষ বাড়ৈর (৬০) অঢেল সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পরে তার বড় পুত্র পলাশ ওরফে সাধু বাড়ৈর। যার প্রেক্ষিতে গত ২৭ জুলাই রাতে পলাশ কৌশলে জুসের সাথে বিষ মিশিয়ে পান করার জন্য তার পিতা সুভাষ বাড়ৈ (৬০), ছোট ভাই সুজিত বাড়ৈ ওরফে মধু (১৮) ও সঞ্জিত বাড়ৈ ওরফে কালুকে (১৫) দেয়। বিষ মেশানো জুস পান করে সুভাষ মারা যায়। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা মধু ও কালুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে ঘাতক পলাশ পলাতক ছিলো। এ ঘটনায় নিহত সুভাষ বাড়ৈর ভাই সুনিল বাড়ৈর বাদি হয়ে ২৮ জুলাই আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আগৈলঝাড়া ও কালকিনি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কালকিনি উপজেলার ডাসার এলাকা থেকে ঘাতক পলাশ ওরফে সাধু বাড়ৈকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।