গৌরনদীর ইতিহাস পাঁচ খন্ডে
স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদীর সবার প্রিয় কবি শিকদার রেজাউল করিমের জীবনের শেষ ইচ্ছে-ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ ও রাজনৈতিক সচেতন বলেখ্যাত বৃহতী গৌরনদীর পূর্ব ইতিহাস নিয়ে পাঁচ খন্ডে বের হতে যাচ্ছে “বৃহতী গৌরনদী নামক ইতিহাস” বই। কবি শিকদার রেজাউল করিম কৃত এ ইতিহাস বইয়ের প্রথম খন্ডে থাকছে প্রাগৈতিহাসিক যুগে বৃহতী গৌরনদী, দ্বিতীয় খন্ডে-মৌর্য, গুপ্ত ও সেন শাসনে গৌরনদী এবং সম্পাদনা অধ্যায়ে ৩০ জনের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খন্ডে-সুলতানি শাসনে গৌরনদী এবং সম্পাদনা অধ্যায়ে ২০ পরিবারের পারিবারিক ইতিহাস, চতুর্থ খন্ডে-মোগল, নবাবী ও বৃট্রিশ শাসনে গৌরনদী এবং সম্পাদনা অধ্যায়ে আঞ্চলিক ইতিহাস,
পঞ্চম খন্ডে-বাংলাদেশ ও বর্তমান প্রজন্ম এবং সম্পাদনা অধ্যায়ে বিভিন্ন লেখকের মুক্তিযুদ্ধের কথা। বইটির প্রকাশক হচ্ছেন এ্যাডভোকেট জিয়াউল হক বাদশা। তথ্য সহায়তায় মরহুম জি.এম হালিম-অধ্যক্ষ এবং মরহুম অধ্যক্ষ আব্দুর রব।
পুরো বইটির চিত্র সংগ্রহে রয়েছেন দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা খোকন আহম্মেদ হীরা। খুব শীঘ্রই বইটি বাজারে পাওয়া যাবে।