আগৈলঝাড়ায় রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি

তৈরী করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে বলে একাধিক ক্রেতা জানিয়েছেন। গতকাল শনিবার উপজেলা সদরের বাজার ঘুরে দেখা গেছে রমজানের পূর্বের বাজার দরের চেয়ে প্রতি কেজিতে চিনি, আটা, ময়দা, মাছ, মাংস বেগুন ও কাচা মরিচ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ১০-২০ টাকা বৃদ্ধি পেয়েছে। চিনি রমজানের পূর্বে ছিল ৪৪ টাকা বর্তমানে ৫০ টাকা, আটা পূর্বে ছিল ২১ টাকা বর্তমানে ২৫ টাকা, ময়দা পূর্বে ছিল ২৮ টাকা বর্তমানে ৩২ টাকা, বেগুন পূর্বে ছিল ২০ টাকা বর্তমানে ৪০ টাকা, কাচা মরিচ পূর্বে ছিল ৮০ টাকা বর্তমানে ১২০ টাকা, সয়াবিন পূর্বে ছিল ৭০ টাকা বর্তমানে ৭৫ টাকা। রমজান উপলক্ষে মাছের বাজার পূর্বের চেয়ে উর্দ্ধগতিতেই রয়েছে মাঝারি সাইজের রুই প্রতিকেজি ২২০ টাকা, ইলিশ মাঝারি ৪৫০ টাকা, দেশী মুরগী ২৫০ টাকা, ব্রয়লার ১৩০ টাকা, খাসী ৩৫০ টাকা, গরু ২৫০ টাকা দরে বর্তমানে উপজেলা সদরে বাজারে বিক্রি হচ্ছে। উপজেলার হাট-বাজার গুলোতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য তালিকা জনসম্মুখে টানানোর নিয়ম থাকলেও আগৈলঝাড়ায় তা মানা হচ্ছেনা।