ভালোবাসার চেইন রিএকশান

আমাদেরস্বার্থপরতা আমাদের মাঝ থেকে ভালোবাসা মুছে দিয়েছে । আমরা শুধু নিজেদের নিয়ে ভাবতেগিয়ে পৃথিবীকে ভালোবাসাহীন করে ফেলছি ।

যদি পরিবার কেযেভাবে ভালোবাসছি, সেভাবে দেশ কে ভালোবাসতে পারতাম তাহলে দেশের প্রতিটি মানুষেরজন্য আমার ভালোবাসা আমাকে দায়িত্বশীল করে তুলতো। আমি অন্যের হক মেরে নিজের আখেরগুছাতাম না ।

আমরা আমাদের দেশেররাজনীতিবিদদের গালি দিতে খুব পছন্দ করি, কিন্তু এক বার ও কি ভেবে দেখেছি, আমি নিজেকতটুকু দেশের জন্য অবদান রাখছি???

আমার দ্বারা দেশেরকোন ক্ষতি হচ্ছে কি না?? কিংবা দেশের জন্য আমার ভালোবাসা কি আমি মেপে দেখেছি ???

আমার প্রতিবেশি কিখেয়ে রাত কাটাচ্ছে ??নাকি না খেয়ে , সে খবর কি আমি রাখি ??? আমার অফিসের কলিগরাআমার ভালোবাসায় কতটুকু সিক্ত???

আমার সহপাঠিটিরদুঃখ কষ্টের আমি কতটুকু ভাগিদার ???

আমার চলাররাস্তাটি পরিষ্কার রাখতে আমার ভূমিকা কতটুকু ???

আমার কথায় ওকাজে  ভালোবাসার প্রচ্ছন্ন প্রভাবচক্রেরমধ্যে সীমাহিন এক সুখের সমূদ্র বিরাজ করতে পারে, যদি আমার অন্তরে থাকে মানুষ এবংপৃথিবীকে ভালোবাসার এক দৃঢ় প্রতিজ্ঞা …

ভালোবাসার এই চেইনরিএকশান থেকে রেহাই পাবেনা কেউই, তাহলেই আমার পৃথিবী হতে পারে কষ্ঠহীন,বেদনাবিহীন, সুখের এক অপার নীল আকাশ …

আসুন ছড়িয়ে দেইসেই ভালোবাসা …

 

Writer : Shimu

www.shimu-shadhinchoukath.blogspot.com