আর্কাইভ
আগৈলঝাড়ায় সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত
তুচ্ছ ঘটনার জেরধরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষে মহিলাসহ ৫জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে বরিশাল শেবাচিম ও অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের শ্যামল বল্লভের হাঁস মারাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে শ্যামলের পুত্র রাখাল বল্লভ প্রতিপক্ষ সুনীল বল্লভকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনার জেরধরে দু’দফা হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের বিভা বল্লভ, শিপ্রা বল্লভ, রাখাল বল্লভ, বিভিশন পান্ডে আহত হয়। গুরুতর আহত সুনীল বল্লভকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।