প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, সুরভী পরিবহনের সুপারভাইজার ঘেয়াঘাট গ্রামের কবির হোসেন সরদারের সাথে তার বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশের এস.আই সাঈদ আহম্মেদ মন্টুর সাথে দীর্ঘদিন থেকে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিলো। গতকাল শনিবার কবির হোসেন তার পৈত্রিক সম্পত্তিতে ঘর উত্তোলন করতে গেলে মন্টু সরদার, রকি ও নয়ন সরদারের নেতৃত্বে ভাড়াটিয়া ৭/৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কবিরের ওপর অর্তকিত ভাবে হামলা চালায়। হামলায় কবির হোসেন তার স্ত্রী মাকসুদা বেগম, ভাই আব্দুর রব আহত হয়। হামলাকারীরা মধ্যযুগীয় কায়দায় কবিরের ঘরের মালামাল ভাংচুর করে নগদ আড়াই লক্ষ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটপাট করে নেয়। খবর পেয়ে গৌরনদী থানার এস.আই বোরহান আহম্মেদ ঘটনাস্থলে পৌঁছে লুন্ঠনকৃত মালামালের আংশিক উদ্ধার করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে কবির হোসেন বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন।