টুনামেন্টের উদ্বোধন আজ
মহান আন্তজার্তিক মাতৃভাষা দিবস (২১’ শে ফেব্র“য়ারি) উপলক্ষে বরিশালের গৌরনদী পৌরসভা কর্তৃক আয়োজিত একুশে ক্রিকেট কাপ টুনামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার।
টুনার্মেন্ট কমিটির আহবায়ক মোঃ লুৎফর রহামন দীপ জানান, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে আজ সোমবার সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে গৌরনদী পৌরসভার মেয়র মোঃ নুরুল ইসলাম নুর আলম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদ মাহবুব খান, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও গৌরনদী থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করবেন সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ ক্রিকেট একাদশ বনাম কাসেমাবাদ বন্ধু মহল ক্রিকেট একাদশ।