বোমা হামলায় নিহত বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল আহসান টিপু ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি এইচ.এম কামাল হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বোমা হামলায় নিহত ছাত্রলীগ নেতা টিপু ও কামাল ছিলো দলের নিবেদিত প্রান। তাদের কথা অনুসরন করে বর্তমান ছাত্রলীগ নেতা-কর্মী ও সমর্থকদের আগামি আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
গৌরনদী উপজেলার বাউরগাতি গ্রামের নিহত ছাত্রলীগ নেতা খায়রুল আহসান টিপুর নিজবাড়িতে অনুষ্ঠিত স্মরন সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান, ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জসিম সরদার, আওয়ামীলীগ নেতা রাজু আহম্মেদ হারুন, আকবর হোসেন ফারুক, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু, রেজাউল করিম টিটু, নিহত টিপুর সহদর সোহাগ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সোহান ইসলাম মনির, সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান প্রমুখ।
স্মরন সভার পূর্বে আবুল হাসানাত আব্দুল্লাহ নিহত ছাত্রলীগ নেতাদের কবর জিয়ারত করে পুস্পমাল্য অর্পন করেন। শেষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।