কন্যা দেখতে এসে আগৈলঝাড়ায় কনে পরিবারকে অচেতন করে মালামাল লুট

বিকেলে রাশিদা বেগম নামের এক মহিলাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি জানান, ওই গ্রামের আজিজ খানের কন্যা সোহেদা আক্তারের বিয়ের প্রস্তাব নিয়ে শনিবার বিকেলে তার (আজিজের) বাড়িতে যায় স্থানীয় ওমর আলী মোল্লার স্ত্রী রাশিদা বেগম ও অজ্ঞাত পরিচয়ে এক যুবক। প্রতিবেশী রাশিদা বেগম পানি খাওয়ার অজুহাতে কৌশলে সোহেদাদের খাবার ঘরে প্রবেশ করে। এ সময় আজিজের কন্যা সোহেদা বাড়িতে ছিলেন না। কিছু সময় পর রাশিদা ও অজ্ঞাত যুবকটি আজিজের বাড়ি থেকে চলে যায়।

ওইদিন সন্ধ্যা রাতের খাবার খেয়ে আজিজের পরিবারের সবাই অচেতন হয়ে পরে। এ সুযোগে রাতের আধাঁরে আজিজের ঘর থেকে নগদ ৯১ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, টেলিভিশন, ডিভিডি সেটসহ মূল্যবান মালামাল লুট করে নেয়া হয়। গতকাল রবিবার সকালে বাড়ির লোকজনে আজিজের ঘরের দরজা খোলা দেখে ও ঘরের লোকজন না দেখে সন্দেহ হয়। একপর্যায়ে বাড়ির লোকজনে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহকর্তা আজিজ খান, তার স্ত্রী সেলিনা বেগম পুত্র রানা খান, রাসেল খানকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গতকাল রবিবার দুপুরে অচেতন গৃহকর্তী সেলিনা বেগম জ্ঞান ফিরে পেলে তার কন্যাকে দেখতে আসার মূল রহস্য বেরিয়ে আসে। পুলিশ ওইদিন বিকেলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাশিদা বেগমকে গ্রেফতার করে। এ ব্যাপারে গৃহকর্তী সেলিনা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।