বরিশালের একটি সাপ্তাহিক পত্রিকার বিরুদ্ধে গৌরনদীর এক ছাত্রলীগ নেতার উকিল নোটিশ

সম্পাদক। নোটিশ পাঠানোর সাতদিন অতিবাহিত হওয়ার পরেও নোটিশ গ্রহিতা (পত্রিকার সম্পাদক) এখনো কোন উত্তর না পাঠিয়ে উল্টো মিথ্যে সংবাদ প্রচার অব্যাহত রেখেছেন বলে সাবেক ছাত্রলীগ নেতা সৈকত গুহ পিকলু অভিযোগ করেন।

অভিযোগে জানা গেছে, গত ২২ আগস্ট সাপ্তাহিক ওই পত্রিকাটিকে “গৌরনদীর মুর্তিমান আতংক” শিরোনামে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক কালিয়া দমন গুহর পুত্র গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সৈকত গুহ পিকলু ও তার সহদর সলিল গুহ পিন্টুকে জড়িয়ে মনগড়া সংবাদ প্রকাশ করা হয়। পিকলু আরো অভিযোগ করেন, রাজনৈতিক ভাবে তাকে ও তার পরিবারের সুনাম ক্ষুন্ন করার জন্য স্থানীয় ভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ করম আলী সরদার তার এক নিকট আত্মীয় কে.এম তরিকুল আলমের সম্পাদিত বরিশাল সময় নামের সাপ্তাহিক পত্রিকায় একের পর এক মিথ্যে ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে।

প্রকাশিত মিথ্যে ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ ছাপানোর জন্য সাপ্তাহিক ওই পত্রিকার সম্পাদককে গত ২৫ আগস্ট উকিল নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানোর পর ক্ষিপ্ত হয়ে ওই পত্রিকায় মনগড়া ভাবে আরো একটি রির্পোট প্রকাশ করা হয়েছে। দ্বিতীয়বারের প্রকাশিত সংবাদে যাদের উদ্বৃতি দেয়া হয়েছে তারা রির্পোটের বক্তব্য সম্পর্কে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন। মিথ্যে ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন বন্ধের জন্য সাবেক ছাত্রলীগ নেতা সৈকত গুহ পিকলু বরিশালের সিনিয়র সাংবাদিকদের হস্তক্ষেপ কামনা করেছেন।