গৌরনদীতে সড়ক দুর্ঘটনার কারনে বরিশাল-ঢাকা মহাসড়কে যানজট

প্রত্যক্ষদর্শীরা জানায়, গৌরনদীর ভূরঘাটা বাস টার্মিনাল থেকে ফরহাদ নামের একটি লোকাল বাস ৪০/৫০ জন যাত্রী নিয়ে গতকাল দুপুর ১ টার দিকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে যাত্রীবাহী বাসটি দুপুর ২ টার দিকে বাটাজোর এলাকা  অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকের চালক ও বাসের ৫ যাত্রী আহত হয়। সংঘর্ষে বাস ও ট্রাকের সম্মুখ দুমড়ে মুচড়ে মহাসড়কের ওপর বসে পড়লে মহাসড়কে যানবাহন চলাচল  বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলের উভয় দিকে যানজটের সৃষ্টি হলে প্রায় অর্ধশত যানবাহন আটকা  পড়ে। এতে কয়েক হাজার বাসযাত্রী চরম দুর্ভোগের শিকার হয়। খবর পেয়ে বাটাজোর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহায়তায়  আপ্রান চেষ্টা চালিয়ে মহাসড়কের ওপর থেকে বাস ও ট্রাকটি  সরিয়ে ফেলে। দুপুর আড়াইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে উঠে।