আগৈলঝাড়ায় ইউপি সদস্য সরকারি ব্রিজের মালামাল দিয়ে তৈরী করেছেন নিজবাড়ির ঘাটলা

এলাকাবাসী উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে।

স্থানীয় গ্রামবাসীদের পক্ষে অমিয় ভক্তের লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রনজিৎ ভক্ত বাহাদুরপুর গ্রামের গয়লাবাড়ি সংলগ্ন পুরাতন ব্রিজ ভেঙ্গে সব মালামাল সরকারী দপ্তরে জমা না দিয়ে ওই ব্রিজের মালামাল দিয়ে নিজবাড়িতে ঘাটলা তৈরী করেছে বলে লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে। এ ব্যাপারে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী রানী সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাটলা তৈরী করছে কিনা তা জানিনা, তবে রড নিয়েছিল এটা সত্য।

সরকারী সম্পদ আত্মসাতের ব্যাপারে বাহাদুরপুর গ্রামের অমিয় ভক্ত উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য রনজিৎ ভক্ত জানান, বেশ কয়েকবছর পূর্বে ওই ব্রিজের মালামাল দিয়ে অন্য একটি ব্রিজ তৈরী করার সময় তার মধ্যে ৭ পিস রড আমি পাল্টিয়ে রেখেছিলাম।

অভিযোগ সম্পর্কে উপজেলা প্রকৌশলী নজরুল ইসলামের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে ইউপি চেয়ারম্যান আফজাল সিকদার জানিয়েছেন, ওই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রকৌশলীকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। তদন্তে যা পাওয়া যাবে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।